---Advertisement---

ডাকাতির আগেই শক্তিগড়ে পুলিশের হাতে ধরা পড়লো ৬ ডাকাত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, শক্তিগড়: মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল শক্তিগড় থানার পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি ভোজালি, ২টি লোহার রড, নাইলনের দড়ি ও ৫টি লাঠি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে রাত প্রায় দেড় টা নাগাদ শক্তিগড় থানা এলাকার বর্ধমান – কালনা রোডের উপর একটি বন্ধ রাইস মিলে অভিযান চালায় পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, এই বন্ধ রাইস মিলের যন্ত্রাংশ চুরি করা ও রাস্তায় যাতায়াতকারী গাড়ি থেকে ডাকাতি করার উদ্দেশ্যে ৭/৮ জনের একটি ডাকাত দল সেখানে জড়ো হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। আর এরপরই শক্তিগড় থানার ভারপ্রাপ্ত অফিসার দীপক সরকারের নির্দেশে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে রাতেই রাইস মিলের চারিদিক ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেলেও ৬জন ডাকাত কে ধরে ফেলে পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃতরা তাদের দোষ স্বীকার করেছে। ধৃতদের মধ্যে খোকন সেখ ও জুলফিকার নওয়াদা যাদের বাড়ি নদীয়া জেলার চাপড়া থানার আন্দুলিয়া এলাকায়। বাকি ধৃতদের মধ্যে নাসিরউদ্দিন নওয়াদা ও সেখ সলমন এর বাড়ি শক্তিগড় থানার তাজপুর এলাকায়। অভিজিৎ মণ্ডলের বাড়ি শক্তিগড়র রামনগর এবং সেখ মেহবুব এর বাড়ি আটাগড়ে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ধৃতদের মধ্যে শেখ সলমন ও অভিজিৎ মন্ডল এই রাইস মিলের সিকিউরিটি গার্ডের কাজে নিযুক্ত ছিল। পুলিশ তদন্ত করে দেখছে রাইস মিলে চুরির ষড়যন্ত্র করার পিছনে এই দুজন সিকিউরিটি গার্ডের ভূমিকা কি ছিল।

See also  রাজ্য পুলিশের এসটিএফ এর বড়সড় সাফল্য, বর্ধমানে হেরোইন কারবারের পর্দা ফাঁস, উদ্ধার নগদ ২০লক্ষ টাকা, সরঞ্জাম সহ গ্রেপ্তার দুই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---