ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান জেলা জুড়ে করোনা সংক্রমণ প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শুত্রুবার জেলায় নতুন করে ৫১২জন সংক্রমণের শিকার হয়েছেন। আর এরই মধ্যে কালনা সংশোধনাগারের ১৫জন বন্দি করোনা সংক্রমিত হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গত ৯দিন ধরে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার চিকিৎসক শুন্য হয়ে থাকায় আতঙ্ক ও উদ্বিগ্নতা ক্রমশই বাড়ছে। গত ৩১ ডিসেম্বর বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের চিকিৎসক ডা. দেবাশীষ সরকার আচমকাই মারা যান।
যদিও এব্যাপারে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের ভারপ্রাপ্ত সুপার স্বপন কুমার রায় জানিয়েছেন, চিকিৎসক না থাকার বিষয়ে তাঁরা রাজ্য সরকারকে জানিয়েছেন। এখনও কোনো চিকিৎসক আসেননি। জানা গেছে, ৩০ ডিসেম্বর দেবাশীষবাবুর সেরিব্রাল এ্যাটাক হয়। পরেরদিনই তিনি মারা যান। এমতবস্থায় চিকিৎসক শুন্য হয়ে পড়ে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার। কোনো চিকিৎসক না থাকায় আসামীদের স্বাভাবিক চেকআপ নিয়েও সমস্যা দেখা দিচ্ছে।