---Advertisement---

কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে অধ্যক্ষের নাচ, ভাইরাল ভিডিও

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: কলেজের অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে উদ্দাম নাচ। ভাইরাল পূর্ব বর্ধমানের মেমারি কলেজের (Memari College) অধ্যক্ষের ভিডিও। এই ভিডিওকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার অর্থাৎ গতকাল পূর্ব বর্ধমান মেমারি কলেজে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের বরণ করার পাশাপাশি নাচ, গান ও আব‍ৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরু থেকেই সেখানে ছিলেন অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পুরসভার উপ পুরপ্রধান সুপ্রিয় সামন্ত, জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান সদর দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, ওসি সুদীপ্ত মুখোপাধ্যায় প্রমুখ।

 

মঞ্চে অনুষ্ঠান চলতে চলতে মাঠে নাচতে শুরু করে পড়ুয়াদের একাংশ। তাঁদের মধ্যে মিশে যান খোদ অধ্যক্ষ। দু হাত তুলে ছাত্রদের সঙ্গে আনন্দে নাচতে দেখা যায় তাঁকে। অধ্যক্ষকে নিজেদের মাঝে অন্যরূপে পেয়ে আরও বেশি পড়ুয়ারা সেখানে সামিল হন। কেউ কেউ আবার গোটা ব্যপারটা উপভোগ করেন। কেউ আবার মোবাইলেই নাচের ভিডিও করেন। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অধ্যক্ষের নাচের ভিডিও। অনেকেই অধ্যক্ষের এহেন আচরণে ক্ষুব্ধ হয়েছেন। যদিও ভিন্নমতও রয়েছে। অধ্যক্ষের এভাবে পড়ুয়াদের মধ্যে ভিড়ে যাওয়ায় কোনও অপরাধ দেখছেন না একাংশ। কলেজের ছাত্রদের সঙ্গে একজন শিক্ষক এই ধরনের অনুষ্ঠানে সামিল হয়ে একাত্ম হবেন, এর মধ্যে ভুল কিছু আছে বলে মনে করছেন না অনেকেই।

See also  ঠিকাদারির বরাত নিয়ে খন্ডঘোষে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব! ব্যাপক মারধর, বর্ধমান মেডিকেলে ভর্তি আশঙ্কাজনক তিনজন, গ্রেপ্তার তিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---