খন্ডঘোষে নাড়ার আগুনে ভস্মীভূত প্রায়১৬ বিঘার ধান, ক্ষতি প্রায় চার লক্ষ টাকার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: কৃষি দপ্তরের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন মাঠের জমিতে প্রায়ই পুড়তে লক্ষ্য করা যাচ্ছে নাড়া। এবার সেই নাড়া’র আগুনে খণ্ডঘোষ ব্লকের ওয়ারী গ্রামের মাঠে ১৫ থেকে ১৬ বিঘা জমির খাস ধান পুড়ে ভস্মীভূত হয়ে গেল নিমেষের মধ্যে। চাষীরা জানিয়েছেন, দূরের কোন জমিতে ধান কেটে নেয়ার পর নাড়াতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়, সেই আগুন হওয়ার গতিতে নিমেষের মধ্যে এসে পড়ে পাশে থাকা খাস ধানের জমিতে। কয়েক মিনিটের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১৫ থেকে ১৬ বিঘা জমির খাস ধান।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান খণ্ডঘোষ থানার পুলিশ, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত প্রধান হারু সাঁতরা, খণ্ডঘোষ ব্লক কৃষি দপ্তরের আধিকারিকেরা। আধিকারিকেরা সমগ্র বিষয়টি সরজমিনে খতিয়ে দেখে নথিভুক্ত করে নিয়ে যান। চাষীদের দাবি ১৫ থেকে ১৬ বিঘা জমির খাস ধান পুড়ে যাওয়ায় আনুমানিক চার লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। পাশাপাশি আগুনে পুড়ে নষ্ট হয়ে যাওয়া ধানের ক্ষতিপূরণের জন্যেও প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন চাষীরা।

আরো পড়ুন