---Advertisement---

উড়ালপুলের দাবিতে গলসিতে জাতীয় সড়কের কাজ বন্ধ করে দিয়ে স্থানীয়দের বিক্ষোভ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি উড়ালপুল না হওয়ায় গলসি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের গুসকরা মোড় এলাকার বাসিন্দারা বুধবার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দিল। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিনও এক স্কুল ছাত্র রাস্তা পারাপারের সময় পড়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। স্থানীয়দের অভিযোগ পিছনে সেইসময় কোন দ্রুত গতির গাড়ি না থাকায় প্রাণে রক্ষা পেয়ে গেছে ছেলেটি। এর আগেও এই জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। প্রাণও গেছে অনেকের। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরআগে উড়ালপুল তৈরির ব্যাপারে আশ্বাস দিলেও কাজের কাজ এখনও কিছুই হয়নি।

বিজ্ঞাপন

এলাকার বাসিন্দা সমরেশ ঠাকুর বলেন, ‘ গলিগ্রাম, উচ্চগ্রাম, বনসুজাপুর সহ আশপাশে অনেক স্কুল আছে। কিছুটা দূরেই গলসি তে কলেজ আছে। স্বাভাবিকভাবেই স্কুল কলেজ পড়ুয়াদের এই বিপজ্জনক মোড় পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। এছাড়াও প্রতিদিন কয়েকশ এলাকাবাসীকে চাষের কাজে বা অন্য প্রয়োজনে জাতীয় সড়ক পারাপার করতে হয়। গলিগ্রাম গুসকরা মোড়টি এলাকার একটি জংশন। যেখানে একটি উড়ালপুল খুবই প্রয়োজন।

এরআগে বহুবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ কে এই জায়গায় একটি সেতু নির্মাণের জন্য এলকাবাসীদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। কিন্তু জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ এগোলেও এখনও উড়ালপুল তৈরির কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তাই এদিন বিক্ষুদ্ধ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা জেসিবি মেশিন আটকে বিক্ষোভ দেখিয়েছে। কাজ বন্ধ করে দিয়েছে। ‘

এদিকে বিক্ষোভের খবর পেয়ে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের ঠিকাদার ঘটনাস্থলে আসেন। স্থানীয় এলকাবাসীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন। কিন্তু এলাকাবাসীরা তাদের দাবিতে অনড় থাকায় কাজ বন্ধ করে মেশিন সরিয়ে নিতে বাধ্য হন ঠিকাদার। এলাকার আরেক বিক্ষোভকারী আক্কেল আলি বলেন, ‘প্রায়ই এই এলাকায় দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এই মোড়টি খুবই জনবহুল এবং গুরুত্বপূর্ন এলাকা। এখানে অবিলম্বে উড়ালপুল তৈরি করতে হবে। মানুষের নিরাপত্তার স্বার্থে আজ কাজ বন্ধ করলাম। এরপরেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেয় তাহলে এবার আমরা স্কুলের ছাত্র ছাত্রী, মহিলাদের নিয়ে জাতীয় সড়কের গলিগ্রাম – গুসকরা মোড় অবরুদ্ধ করে দেব ‘।

See also  একের পর এক সিলিন্ডার ব্লাস্ট, জতুগৃহ বর্ধমান! রমরমিয়ে বেআইনিভাবে চলছে গ্যাস কাটিংয়ের ব্যবসা, নির্বিকার প্রশাসন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---