---Advertisement---

বর্ধমান শহরে ফের গোখরো সাপ উদ্ধারে চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সোমবার ফের সাত সকালে বর্ধমান শহরে গৃহস্থের বাড়ি থেকে গোখরো সাপ উদ্ধার কে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হল। শহরের রথতলা পদ্ম পুকুর এলাকার মৃৎশিল্পী গৌরাঙ্গ দাসের বাড়ির কারখানা ঘরের ভিতর থেকে বনবিভাগের কর্মীরা এদিন বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে। 

বিজ্ঞাপন

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গেছে, যে ঘর থেকে সাপ উদ্ধার হয়েছে সেই ঘরেই গৌরাঙ্গ বাবু ঠাকুর তৈরির কাজ করেন। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গৌরাঙ্গ বাবু জানিয়েছেন, মাটির প্রতিমা তৈরি করার কাজের জন্য মাটি, খড়, বাঁশ ও রঙের  কৌটো সহ অন্যান্য জিনিস ওই ঘরে রাখা থাকে। তিনি জানিয়েছেন, সব জিনিসপত্র সবসময় নাড়াচাড়া করা করার দরকার হয়না। 

এদিন হঠাৎই ঘরের ভিতর থেকে হিস হিস আওয়াজ শুনে সন্দেহ হয়। সাপ থাকতে পারে বলে মনে করে বন্দপ্তরে খবর দিলে কর্মীরা এসে ঘরের ভিতর থেকে একটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা গোখরো সাপ উদ্ধার করে। তিনি জানিয়েছেন, কখন যে এই ঘরে সাপ ঢুকেছে তা তিনি টের পাননি। তবে আগেভাগে বুঝতে পেরে যাওয়ায় এযাত্রায় বড় বিপদের হাত থেকে বেঁচে গেছেন বলেই গৌরাঙ্গবাবু জানিয়েছেন।
See also  বর্ধমানে দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর, ফের প্রকট তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---