---Advertisement---

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পশুদেরও, খাওয়ানো হচ্ছে ওআরএস

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তীব্র দাবদাহের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বর্ধমানের তাপমাত্রা ৪১ডিগ্রিতে পৌঁছেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বেরোচ্ছেন না। ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুলগুলো সকালে করা হয়েছে। সার্বিকভাবে তীব্র গরমে একপ্রকার হাঁসফাঁস অবস্থা জনজীবনে। একই অবস্থা রমনাবাগান চিড়িয়াখানার পশু পাখিদেরও। তারাও শরীর কে ঠাণ্ডা রাখতে গাছের ছাওয়ায় বেশিরভাগ সময় কাটাচ্ছে।

বিজ্ঞাপন

তবে প্রখর উত্তাপ থেকে বন্য প্রাণীদের রেহাই দিতে বন দপ্তরের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাইপে করে জল দিয়ে স্নান করানো হচ্ছে চিতা বাঘেদের। ভল্লুকের জন্য ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। পশুদের থাকার জায়গার উপরে খড় দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে। জল দিয়ে নিয়মিত সেগুলোকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শ মতো খাদ্য তালিকা অনুযায়ী খাবার দেওয়ার পাশাপশি ওআরএস, গ্লুকন-ডি দেওয়া হচ্ছে। সবসময় নজরদারির জন্য বন কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

See also  পুলিশ ও আবগারী দপ্তরের ওপর আস্থা হারিয়ে এবার এলাকার মহিলারাই বেআইনি মদের বিরুদ্ধে নামলো রাস্তায়!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---