---Advertisement---

মেমারিতে মাটির দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মেয়ে ও দুই নাতনির সাহায্যে মাটির বাড়ির দেওয়াল মেরামত করার সময় দেওয়াল ধ্বসে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দিদিমার। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১ টা নাগাদ মেমারি থানার অন্তর্গত বাগিলা অঞ্চলের নুদীপুর গ্রামে। মৃত বৃদ্ধার নাম মালতি সরেন (৭০)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মালতি সরেন নিজের ঘরের মাটির দেওয়াল মেরামত করার সময় হঠাৎ দেওয়ালটি তার ওপর ভেঙ্গে পড়ে। সেই সময় তাকে তার মেয়ে এবং দুই নাতনী সাহায্য করছিল তাকে। তারাও দেওয়ালের নিচে চাপা পড়ে যায়। প্রতিবেশীরা ছুটে এসে তাদের মাটির দেওয়াল সরিয়ে উদ্ধার করেন। মেমারি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মালতি সরেন কে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন অল্পবিস্তর আহত হয়েছে।

See also  সঙ্গীতের আকাশে ফের নক্ষত্রপতন, চলে গেলেন বাপি লাহিড়ী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---