---Advertisement---

পুকুর থেকে দেহ উদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,দেওয়ানদীঘি: পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার করল দেওয়ানদীঘি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দেওয়ানদীঘি  থানার জগদাবাদ এলাকার হালদার রোড এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পড়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের জলে ডগলায় আটকে থাকা বছর ৩৫ -র এক ব্যক্তিকে  মৃত অবস্থায় উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন চার দিন ধরে এক ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করছিল। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। আজ সকালে এলাকার মানুষ লক্ষ্য করেন হালদার রোডের কাছে একটি পুকুরে একটি দেহ উবুর হয়ে ভেসে রয়েছে। পুলিশ কে খবর দিলে পুলিশ এসে দেহ টি উদ্ধার করে নিয়ে যায়।

See also  ঋণ আদায়ের নামে মহিলাদের অপমান ও অসম্মানের প্রতিবাদে ঋণমুক্তি কমিটির বিক্ষোভ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---