রেলগেট নামিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে গার্ড, রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, ভাইরাল ভিডিও

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মশাগ্রাম: রেলগেট নামানো। ঘণ্টার পর ঘণ্টা রাস্তার দুদিকে সারি দিয়ে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স থেকে বিভিন্ন যানবাহন। রাত প্রায় সাড়ে ৩ টে। সবাই অপেক্ষা করছেন কখন গেট উঠবে। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোন ট্রেনের দেখা না পেয়ে সন্দেহ হওয়ায় যাত্রীদের মধ্যে কয়েকজন রেলগেটের গার্ডের রুমের কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ।

বিজ্ঞাপন

 

রীতিমত ফ্যান চালিয়ে খাটে শুয়ে নাক ডেকে ঘুমোচ্ছেন গার্ড। এদিকে রেলগেট নামানো থাকায় কোনো যানবাহন যাতায়াত করতে পারছে না এদিক ওদিক। এই ঘটনা নাকি নতুন নয়, প্রায়ই বাড়ি ফেরার পথে কিংবা মুমূর্ষ রোগী কে নিয়ে হাসপাতালে নিয়ে যাবার পথে অ্যাম্বুলেন্স চালকদের এই ঘটনার সম্মুখীন হতে হয় এই গেটে আটকে।

মেমারি তারকেশ্বর রোডে মশাগ্রাম রেলগেটের ঘটনা। গতকাল এই ঘটনার সরাসরি ভিডিও করেছেন কোন এক ব্যক্তি। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওয় দেখা যাচ্ছে রেলগেট পড়ে রয়েছে। ট্রেনের দেখা নেই। ঘরে বেঘোরে ঘুমিয়ে আছেন গার্ড। রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স। হুঁশ নেই ঘুমন্ত গার্ডের। স্থানীয়দের অভিযোগ মদ্যপ অবস্থায় প্রায়ই গেট নামিয়ে দিয়ে এই গার্ড ঘুমিয়ে পড়ে। কেউ গিয়ে ডাকাডাকি করলে উঠে গেট তোলে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষের মধ্যে। এব্যাপারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কে ফোন করা হলে তিনি এই বিষয়ে কোনো অভিযোগ পাননি বলেই জানিয়েছেন। তবে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে বলে বলেন তিনি।

আরো পড়ুন