ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সোমবার সকালে মর্মান্তিকভাবে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। মৃতের নাম নিলাদ্রী মণ্ডল। মৃত শিশুর বাবা সর্বেশ্বর মণ্ডল বর্ধমান জেলার ১০০ দিনের প্রকল্পের নোডাল অফিসার। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এদিন সকালবেলায় বর্ধমান শহরের সাধনপুর এলাকার সরকারী আবাসনের তিনতলার বালকনিতে খেলছিল ছোট্ট নিলাদ্রী।
