ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দিলীপ ঘোষের কনভয় থেকে ভোটার দের মারধরের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের কালনা গেট কপিবাগান এলাকায়। অভিযোগ, ইট, পাথর ছুড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে স্থানীয় এক ব্যক্তির। এমনকি মহিলা দের কেও মারধর করা হয়েছে বলে এলাকার মানুষ অভিযোগ করেছেন। একটি কিশোর তার মাকে আটকাতে গিয়ে বিজেপি কর্মীদের মারধরের শিকার হয়েছে বলেও এলাকার মহিলারা অভিযোগ করেছেন।
ঘটনার পরই এলাকা ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান দিলীপ ঘোষ ও তার দলবল। ঘটনার প্রায় বেশ কিছুক্ষণ পর এলাকায় আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদেরকে দেখে এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশের কাছে অনেকেই অভিযোগ করেছেন, কোথায় ছিলেন আপনারা এতক্ষণ? দিলীপ ঘোষের গুন্ডা বাহিনী এলাকায় ঢুকে সাধারণ ভোটারদের মাথা ফাটিয়ে চলে গেল, বাচ্চা, মহিলা কাউকেই মারতে বাদ রাখেনি। এখন এসে সাধারণ মানুষকেই ধমকাচ্ছেন চমকাচ্ছেন!
এদিন বিকেল চারটে নাগাদ কপিবাগান এলাকার একটি বুথে এজেন্ট নিয়ে সমস্যার কথা শুনে স্থানীয় সঞ্জয় নামে এক বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সঙ্গে বেশ কিছু দলীয় কর্মী। অভিযোগ, এই সময় তৃণমূলের পক্ষ থেকে ‘ জয় বাংলা ‘ স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি এলাকা ছাড়ার পরিকল্পনা করে দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে তাড়া করে স্থানীয় কিছু কর্মী সমর্থক। বিজেপির কয়েকটি গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তাতে বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে যায়। অভিযোগ, তখনই পাল্টা বিজেপির পক্ষ থেকে ইট, পাথর ছোঁড়া শুরু হয়। তাতেই মাথা ফেটে যায় এক তৃণমূল সমর্থকের। আহত হয় এক মহিলা, এক নাবালক সহ প্রায় ৮জন। পরে ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।