পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার পুলিশ সুপার পদে বদলি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার পুলিশ সুপার পদে বদল ঘটানো হলো। পূর্ব বর্ধমান জেলার অস্থায়ী পুলিশ সুপার সায়ক দাস কেই জেলার স্থায়ী পুলিশ সুপার পদে বহাল রাখা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার পূর্ববর্তী পুলিশ সুপার আমনদীপ কে বীরভূম জেলার পুলিশ সুপার পদের দায়িত্বে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বীরভূম জেলা পুলিশ সুপার রাজ  নারায়ণ মুখার্জি কে এসপি ট্রাফিক, ওয়েস্ট বেঙ্গল পদে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাজ্য সরকারের পক্ষে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। এরফলে পূর্ব বর্ধমান জেলায় প্রায় তিন মাস পর স্থায়ী পুলিশ সুপার নিয়োগ হল। সূত্রের খবর, পূর্ববর্তী পুলিশ সুপার আমনদীপ ডিপার্টমেন্টাল ট্রেনিংয়ে চলে যাওয়ার পর সিআইডি বিভাগের স্পেশাল সুপারিনটেন্ড, আইপিএস সায়ক দাস কে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরো পড়ুন