ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ার পর উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ঘটনায় চরম উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আমদপুর অঞ্চলের মেরুয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা মেরুয়া গ্রামে ঢুকে একটি বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে। সেইসময় স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই গরু চোরদের ধাওয়া করে ধরতে উদ্যত হয় তারা। দুষ্কৃতীদের মধ্যে একজন ধরা পড়ে গেলেও বাকিরা পালিয়ে যায় বলে জানা গেছে।
এরপর গ্রামবাসীরা ধৃত কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ষাটোর্ধ ওই ব্যক্তি কে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল সেই ব্যাপারও খোঁজ খবর নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগেও এই গ্রামের বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। আর তারপর থেকে গ্রামের গোয়ালে রাত পাহারার জন্য রাত্রিবাসের বন্দোবস্ত করেছিলো গ্রামবাসীদের অনেকেই। এরই মধ্যে গরু চুরি করতে এসে একজন ধরা পড়ে যাওয়ায় গ্রামবাসীদের উত্তেজনার শিকার হয়ে যায় এক দুষ্কৃতি।