---Advertisement---

বর্ধমানে ঈদের আগে মসজিদ, কবরস্থানে স্যানিটাইজ করা হল

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গোটা জেলাকে রীতিমত করোনা সংক্রমণে টেক্কা দিচ্ছে খোদ বর্ধমান পুর এলাকা। বুধবারও জেলায় যখন ৪৭৮জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তখন বর্ধমান পুর এলাকাতেই আক্রান্ত হয়েছেন ১১৯জন। কার্যত প্রতিদিনই বাড়ছে সংক্রমণ এবং মৃতের সংখ্যা। এরই মাঝে আগামী শুক্রবার পবিত্র ঈদ অনুষ্ঠিত হবার কথা। তাই বুধবার বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ডের দুবরাজদিঘী জামে মসজিদ, শোলাতলা মসজিদ এবং দুবরাজদিঘী পশ্চিম পাড়া মসজিদকে সম্পূর্ণরপে স্যানিটাইজ করে দিল ৪নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। 

বিজ্ঞাপন

এই ওয়ার্ড কমিটির সম্পাদক নুরুল আলম জানিয়েছেন, যেহেতু মসজিদে ঈদের দিন নামাজ পড়তে আসবেন বহু মানুষ, তাই আগাম সতর্কতা হিসাবেই এই স্যানিটাইজ করে দেওয়া হল। তিনি জানিয়েছেন, ওইদিন সরকারী নির্দেশ মেনেই ৫০জন করে নামাজ পড়বেন। প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার দেবার ব্যবস্থাও করা হয়েছে। এরই পাশাপাশি নুরুল আলম জানিয়েছেন, এদিন হটুদেওয়ান কবরস্থানকেও স্যানিটাইজ করা হয়। কারণ মসজিদে নামাজ পড়ার পর বহু মানুষ ৭টি ওয়ার্ডের এই বৃহত কবরস্থানে আসেন প্রার্থনা করতে। তাই আগাম সতর্কতা হিসাবে এখানেও সম্পূর্ণরূপে স্যানিটাইজ করা হয়।
See also  ২৪ ফ্রেব্রুয়ারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সমাবর্তন অনুষ্ঠান, উপস্থিত থাকছেন আচার্য্য তথা রাজ্যপাল
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---