---Advertisement---

১৯নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পিছনে পরপর গাড়ির ধাক্কা, জখম ১০

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ঘন কুয়াশার কারনে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী রাস্তায় ধীর গতিতে চলা ডাম্পারের পিছনে পরপর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন ১০ জন। তারমধ্যে একজনের আঘাত গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গেছে। জখম দের মধ্যে দুজন শিশুও রয়েছে। দুর্ঘটনার পর জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকেই  উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

 

সোমবার ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের জামালপুরের মুসুন্ডা সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পরই পুলিশ তৎপরতার সাথে আহতদের উদ্ধারের পাশাপাশি অবরুদ্ধ হয়ে থাকা জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ক্রেনের মাধ্যমে গাড়ি গুলিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করে। জানা গেছে, বর্ধমানের দিক থেকে কলকাতামুখী রাস্তায় যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে। জাতীয় সড়কে কলকাতামুখী রাস্তায় একটি ডাম্পার ঘন কুয়াশার জন্য ধীর গতিতে যাচ্ছিল। হঠাৎই পিছন দিক থেকে আসা একটি মাছ বোঝাই গাড়ি ডাম্পারের পিছনে ধাক্কা মারে।

তার পিছনে আসা একটি চারচাকা গাড়ি পাশ কাটিয়ে অতিক্রম করার সময় ফের ধাক্কা মারে। এরপর পিছনে থেকে আসা আর একটি দ্রুতগতির চারচাকা গাড়ি মাছের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। ফলে ওই গাড়িতে থাকা দুই শিশু সহ মোট ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের অধিকাংশই হুগলীর ভদ্রেশ্বর এলাকার বাসিন্দা।

See also  মেমারির সাতগাছিয়ায় রবীন্দ্র নজরুল কলেজ স্থাপনে ফের আশ্বাস মন্ত্রীর! এলাকাবাসী সেই তিমিরেই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---