---Advertisement---

হঠাৎ বাস বিকল রাস্তায়, বিপাকে ৩২জন মাধ্যমিক পরীক্ষার্থী, সমাধানে অভিভাবকের ভূমিকায় পুলিশ আধিকারিক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: বাস বিকল হয়ে যাওয়ায় ৩২ জন মাধ্যমিক পরীক্ষার্থী যখন নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে কিনা এই দুশ্চিন্তায় রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে, ঠিক সেই সময়ই একজন দায়িত্ববান অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমস্ত ছাত্র ছাত্রীদের পাঁচটি গাড়িতে করে নিশ্চিন্তে নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ সোম। পুলিশের এহেন ভূমিকায় ছাত্র ছাত্রীরা তাদের স্যাল্যুট জানিয়েছে। পুলিশের এই মানবিক কাজে অভিভাবক এবং শিক্ষকরাও ভূয়সী প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বন সুজাপুর রেল গেটের কাছে মঙ্গলবার একটি বাস হঠাৎই খারাপ হয়ে যায়, যার মধ্যে ছিল ৩২ জন মাধ্যমিক পরীক্ষার্থী। বাসের গতি থেমে যাওয়ার ফলে ছাত্র-ছাত্রীরা বাস থেকে নেমে হাঁটা শুরু করে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। এই খবর পাওয়া মাত্রই গলসি থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং সেই ৩২ জন পরীক্ষার্থীকে থানার ৫ টি গাড়ি করে তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। নির্দিষ্ট সময়ের আগেই প্রত্যেক পরীক্ষার্থী  সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

See also  ভোট শেষ হতেই জেলা পুলিশ সুপার পদে রদবদল, নতুন এসপি কামনাশিস সেন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---