---Advertisement---

আউসগ্রামে সেক্টর অফিসারের সঙ্গে তৃণমূল নেতার বচসা, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,আউসগ্রাম: বৃহস্পতিবার ভোটের দিন সাত সকালে পূর্ব বর্ধমানের প্রতাপপুর ডাঙ্গাপাড়া হাইস্কুলের বুথের সামনে পুলিশ জমায়েত সরাতে গেলে বাধা দেন আউশগ্রামের ভাল্কি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মিদ্দ্যা। তৃণমূল নেতা অরূপ মিদ্যা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন ‘শীতলকুচি করতে যাবেন না। তিনদিন পর আমাদের সরকার আসবে।’ এই 

বিজ্ঞাপন
ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়।
এদিন আউসগ্রাম বিধানসভার ১৫৩ নম্বর বুথের সামনে জমায়েত ছিল। পুলিশ জমায়েত সরাতে গেলে তৃণমূল নেতা অরূপ মিদ্যা পুলিশের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়েন। তিনি সরাসরি সেক্টর অফিসারকে হুমকি দিয়ে বলেন, চমকাবেন না ধমকাবেন না। এখানে ভোট একটা উৎসব। মানুষ ভোট দিতে আসবে। আপনি বাধা দিতে পারেন না।তিনদিন পর আমাদের সরকার আসবে। সেক্টর অফিসার অবশ্য তৃণমূল নেতাকে বোঝানোর চেষ্টা করে বলেন, বুথের ২০০মিটারের মধ্যে জমায়েত না করার জন্য। 
See also  জামালপুরে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---