জোড়া কর্মসূচিতে ২৭জুন বর্ধমানে মুখ্যমন্ত্রী, সম্ভাব্য স্থান গোদার বালির মাঠ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামী ২৭জুন বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বর্ধমানের গোদা এলাকার বালির মাঠে দুপুর আড়াইটা নাগাদ দুটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এমনই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এর আগে বর্ধমানের কৃষি খামার এলাকার মাটি মেলার মাঠ কে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হলেও বিশেষ কিছু কারণে এই স্থানের পরিবর্তন করে গোদার বালির মাঠ কে চূড়ান্ত করা হয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর চপার অবতরণের জন্য শহরের মোহনবাগান মাঠ কে প্রস্তুত রাখার কাজ শুরু করা হয়েছে। সেখান থেকে গাড়িতে মুখ্যমন্ত্রী সোজা সভাস্থলে পৌঁছবেন। 

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে মুখ্যমন্ত্রীর আসার কারণে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ওইদিন প্রথমে কৃষক সম্মান প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরে একটি বুথ কর্মী সভায় বক্তব্য রাখবেন তিনি। জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বুথ কর্মী সভা উপলক্ষ্যে জেলার ৬০থেকে ৭০হাজার কর্মীকে এই সভায় আসার জন্য প্রতিটি ব্লক নেতৃত্বকে জানানো হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রী সভাস্থলে উপস্থিত হবেন। সম্ভাব্য দেড় ঘন্টার মধ্যে সভার কাজ শেষ করে তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

আরো পড়ুন