ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই গলসীতে অশান্তির বাতাবরণ। মনোহর সুজাপুর গ্রামে ২১৩ ও ২১৪ নং বুথে বিজেপির এজেন্ট বসতে বাঁধা। এজেন্টদের মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। চঞ্চল দাস বৈরাগ্য নামে এক বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাকে পুরশা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে।
