---Advertisement---

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ বর্ধমান আদালতের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করলো বর্ধমান জেলা আদালত। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগকারিনী একজন নিরীহ, অসহায়, স্বামী পরিত্যক্তা মহিলা। তিনি তার সন্তানদের কে নিয়ে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত মাছখণ্ডা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পার্শ্ববর্তী একটি মিলে কাজ করে তার সন্তানদের মুখে অন্ন জোগাতেন। এই অসহায়তার সুযোগ নিয়ে অভিযোগকারিনীর অনুপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর সকাল ৬.০০ টা নাগাদ অভিযোগকারিনীর ভাড়া বাড়িতে প্রবেশ করে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

অভিযোগকারিনী তার প্রতিবেশীর কাছ থেকে এই খবর জানতে পেরে দ্রুত বাড়িতে ফিরে আসেন তার কর্মস্থল থেকে। তারপর তার নাবালিকা কন্যার কাছ থেকে সমস্ত বিষয় সম্পর্কে অবগত হয়ে এই বিষয়ে রায়না থানাতে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। উক্ত মামলাটির তদন্তভার গ্রহণ করেন তৎকালীন ডিএসপি. (ডিআইবি) পূর্ব বর্ধমান, দিলীপ কর্মকার। তদন্তকারী অফিসার সুদক্ষতার সঙ্গে মামলাটির তদন্ত করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বর্ধমানের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেন। অভিযুক্তের নাম শের আলী মল্লিক।

সেই থেকে মামলাটি বিশেষ পক্সো আদালতে বিচারাধীন ছিল। অবশেষে আজ অর্থাৎ ২৯ মার্চ ২০২৫ তারিখে মহামান্য আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। এই জঘন্য, গর্হিত অপরাধের জন্য অপরাধীকে পঁচিশ (২৫) বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারক। পাশাপাশি জরিমানার অর্থ অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

See also  বাঁকুড়া শহরের নার্সিংহোমগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বাস্থ্য দফতরে বিক্ষোভ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---