---Advertisement---

সমুদ্রগড় রেল স্টেশনে বোমাতঙ্ক! ঘটনাস্থলে রেল ও নাদোনঘাট থানার পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,নদনঘাট: পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশনে বোমাতঙ্ক। স্টেশনের ৪নম্বর প্ল্যাটফর্মের পাশে জল নিষ্কাশনের পাইপ লাইনের ভেতরে সকেট জাতীয় সন্দেহজনক বস্তু কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এদিন দুপুরে। খবর চাউর হতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের কর্মীরা। পাশাপাশি স্থানীয় নাদনঘাট থানার পুলিশও পৌঁছে যায় এলাকায়। পুলিশ পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। প্রসঙ্গত ৪ নম্বর প্লাটফর্মের পাশেই রয়েছে কৃষি বাজার যাওয়ার রাস্তা। ওই রাস্তা দিয়েই বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন।

এদিন স্থানীয় মানুষ সন্দেহজনক বস্তুকে দেখে রেল পুলিশকে জানায়। তবে বস্তুটি বোমা কিনা তা নিশ্চিত করতে পারে নি কেউ। আপাতত ওই রাস্তা দিয়ে ও ৪নম্বর প্লাটফর্মে যাতায়াত বন্ধ করে দিয়েছে পুলিশ। কাউকে যেতে দেওয়া না। বোম্ব ডিসপোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

See also  ভোটদানে উৎসাহ দিতে নির্বাচন কমিশনের অভিনব উদ্যোগ, মেমারির খর্বকায় ভাতৃদ্বয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---