---Advertisement---

ফের রসিকপুরে উত্তেজনা, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আবারও বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের রসিকপুরে ৪৩নং বুথে বিজেপির  বুথ এজেন্টকে খাবার দিতে গেলে বিজেপি কর্মী সান্তুনু রায়কে কয়েকজন তৃণমূল কর্মী মারধর করে বলে অভিযোগ। তিন চার জন তৃণমূল কর্মী তাকে মারতে মারতে ড্রেনে ফেলে দেয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রসিকপুর এলাকায়। 

বিজ্ঞাপন
উল্লেখ্য কয়েকদিন আগে এই রসিকপুর এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ভাঙচুর করা হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। আর এরপর ফের ভোটের দিনে বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, তারাই তো সকলকে খাবার দেওয়ার ব্যবস্থা করেছে। বিজেপির এজেন্টকেও তারাই খাবার দিয়েছে। তারপর আবার ওদের খাবার দিতে যাওয়ার নাম করে অশান্তি পাকানোর চেষ্টা স্থানীয় মানুষ আটকে দিয়েছে। বিজেপির সকাল থেকে বুথে কোনো কাজ নেই তাই এইসব করে খবরে আসার চেষ্টা করছে। 
See also  মাস্ক, স্যানিটাইজার নিয়ে কালোবাজারি রুখতে বর্ধমানে টাস্ক ফোর্সের হানাদারি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---