ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: সোস্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে কালনা থানার পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে। ধৃতের নাম নূর মোহম্মদ শেখ। পেশায় ট্রাক্টর চালক। ধৃত ব্যক্তি কালনা থানার অন্তর্গত আনুখাল উত্তর-পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, নূর মোহম্মদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেল্ট বেঁধে মোদিকে নিয়ে যাচ্ছেন, অপরটিতে দেখা যায় মিসাইল হামলার ভয়ে পালাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী।

এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে বুধবার কালনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই দিন দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে কালনা আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আদালতে তোলার পথে অভিযুক্ত জানান, “আমি লেখাপড়া জানি না। বিষয়টি বুঝতে পারিনি। আমি অনুতপ্ত”। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন সমস্ত বিষয়।