---Advertisement---

বর্ধমানের মিরছোবায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বেপরোয়া একটি লরির ধাক্কায় মৃত্যু হলো মাঝবয়সী এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের মিরছোবা দক্ষিণ এলাকায় তেলিপুকুরের দিকে জাতীয় সড়কের পাশে সাইড রোডে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার ধারে একটি ট্রাক্টর কে দ্রুত গতিতে ওভারটেক করার সময় সামনে একটি টোটো চলে আসায় রাস্তার একদম ধারে থাকা ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি লরি।

বিজ্ঞাপন

কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘাতক লরিটির পিছনে ধাওয়া করলেও সেটির হদিস পায়নি। ট্রাফিক পুলিশের সহযোগিতায় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে বর্ধমান মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম বুদ্ধদেব সামন্ত, বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মিরছোবা দক্ষিণ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেছেন, এই রাস্তার বিভিন্ন জায়গায় যত্রতত্র লরি বা অন্য গাড়ি দাঁড় করিয়ে রেখে দেওয়া হচ্ছে। এমনকি কিছু যাত্রীবাহী বাস এই রাস্তা উপর যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী নামানো ওঠানো করে। ফলে পিছন থেকে আসা গাড়ি অনেক সময় নিয়ন্ত্রণ রাখতে পারছে না। প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। অবিলম্বে ট্রাফিক পুলিশ এই রাস্তার ওপর নজরদারি বাড়াক।

See also  নবমীর সন্ধ্যায় ফের বাইক দুর্ঘটনা, জখম যুবক, যুবতী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---