বর্ধমানে আইনজীবীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনার ২৪ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এক যুবক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কলকাতা হাইকোর্টের এক জুনিয়র আইনজীবীর পচা,গলা, বিকৃত দেহ উদ্ধারের ঘটনার ২৪ঘণ্টার মধ্যেই বর্ধমান থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করল। ধৃতের নাম পার্থ সরকার ওরফে ফুচু। বাড়ি বর্ধমান শহরেরই কানাইনাটশাল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে তার বাড়ি থেকেই গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়। পুলিশ মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে। তদন্তের প্রয়োজনে বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতের ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আইনজীবীর দেহ উদ্ধারের পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্রের পাশাপাশি উল্লাস এলাকার যে জায়গায় দেহটি পাওয়া গিয়েছিল সেখানকার ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই সূত্র ধরে স্বত্বিক সমাদ্দার (২৯) নামে কলকাতা হাইকোর্টের ওই আইনজীবীর নিখোঁজ হওয়ার দিন এবং আগে বিভিন্ন সময় পার্থ সরকার নামে ওই যুবকের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে ওই আইনজীবী কে। সেই সূত্রেই পুলিশ পার্থকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতের কথাবার্তায় অসংলগ্নতা পায় পুলিশ। তার পরই তাকে গ্রেফতার করা হয়।

গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন স্বত্বিক। পরিবারের পক্ষ থেকে পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়। সোমবার উল্লাস উপনগরীর একটি পরিত্যক্ত ঘর থেকে ওই আইনজীবীর পচাগলা দেহ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। মৃতদেহের মুখ পুরো গলে গিয়েছিল। তা অ্যাসিড ঢেলে দেওয়ার ফলে না কি স্বাভাবিক নিয়মে পচে যাওয়ার কারণে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে উল্লাস ও সংলগ্ন বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা দেখেন ওইদিন বিভিন্ন জায়গায় পার্থর সঙ্গে ঘোরাঘুরি করেছেন স্বত্বিক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে হেফাজতে নিয়ে আইনজীবীর রহস্যমৃত্যুর কিনারা করতে চায় পুলিশ। তবে এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি আইনজীবীকে খুন করা হয়েছে না কি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরো পড়ুন