ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ব্যাংক থেকে টাকা তুলে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পর মুহূর্তের অসতর্কতায় বাড়ির সামনে থেকেই উধাও হয়ে গিয়েছিল লক্ষাধিক (৫ লক্ষ ৭৭ হাজার টাকা) টাকা সমেত ব্যাগ। মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল পূর্ব বর্ধমানের গলসি বাজারের বাসিন্দা শিব নারায়ণ কেসের। ছুটে গিয়েছিলেন থানায়। সমস্ত ঘটনা জানিয়ে গত ৩ এপ্রিল পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করেছিলেন শিবনারায়ণ বাবু। এরপরই দ্রুততার সঙ্গে গোটা ঘটনার তদন্তে নামে গলসি পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা থেকে ঘটনার সময় উপস্থিত কিছু মানুষের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এছাড়াও অন্যান্য সোর্স কাজে লাগিয়ে চুরির ঘটনায় যুক্ত কুখ্যাত খঞ্জ গ্যাং এর সন্ধান পায় তদন্তকারী অফিসারেরা।
ঘটনার প্রায় ১ মাস ১৮ দিনের মাথায় উত্তর ২৪পরগনার হালিশহরের কবিরাজ পাড়া, বটতলা এলাকা থেকে গলসি থানার পুলিশ সোমবার গ্রেপ্তার করে গ্যাংয়ের সরদার মূল ছিনতাইকারীকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রঘু প্রসাদ (৪৮)। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য এবং তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ধৃতের ৭দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে হেফাজতে নিয়ে চুরি করা টাকা উদ্ধারের পাশাপাশি রাজ্যের অন্যান্য থানা এলাকায় এর আগে সংগঠিত করা অপরাধেরও তদন্ত শুরু করা হবে।
পুলিশ সূত্রে জানতে পারা গেছে, এই রঘু প্রসাদের নামে রাজ্যের বহু থানায় ২০১২ সাল থেকে একাধিক চুরি, ছিনতাই, মাদক, আগেয়াস্ত্র সহ নানান অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালের মে মাসের ১০ তারিখে গলসি থানাতেই একটি চুরির ঘটনায় এই রঘু প্রসাদের নামে অভিযোগ হয়েছিল। এছাড়াও বাঁকুড়ার কোতুলপুর থানা, বিজপুর থানা, কলকাতার বড়বাজার থানা, বাগুইআটি থানা, হাওড়ার সাঁকরাইল থানা, পোস্তা থানা, টালা থানা, ময়দান থানায় ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে এই রঘু প্রসাদের নামে চুরি, ছিনতাই, অস্ত্র আইন ও মাদক মামলায় একাধিক অভিযোগ রয়েছে।