বর্ধমানে কম্বল কিনতে ব্যবসায়ীর কাছে তোলাবাজির অভিযোগ শাসক দলের একাংশের বিরুদ্ধে, কর্মচারীকে মারধরের অভিযোগ দায়ের থানায়, চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এলাকায় কম্বল বিতরণ করবে তৃণমূলের ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজন, আর তার জন্য এলাকার ব্যাবসায়ীদের একাংশের কাছ থেকে তোলাবাজি চালাচ্ছে খোদ সভাপতির অনুগামী লোকজন। এমনকি ব্যবসায়ী কে না পেয়ে গোডাউনের এক কর্মচারী কে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের স্থানীয় কিছু দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমান ১ব্লকের বাজেপ্রতাপপুর ভোতারপাড় এলাকায়। আক্রান্ত কর্মচারী শেখ আরজু ইতিমধ্যেই এই বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এবিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বর্ধমানের বাজেপ্রতাপুর ভোতারপাড় এলাকায় একটি গোডাউনে কর্মরত অবস্থায় সেখ আরজু নামে এক কর্মীর কাছে স্থানীয় কয়েকজন যুবক কম্বল বিতরণ অনুষ্ঠানের জন্য টাকা চাইতে আসেন। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

সেখ আরজু জানান,” এদিন গোডাউনে কাজ করার সময় হঠাৎই স্থানীয় একদল যুবক এসে আমার কাছে ১০০ টি কম্বল কেনার জন্য টাকা দাবি করে। আমি তাদের জানাই টাকার বিষয়ে মালিকের সঙ্গে কথা বলতে হবে। তারা কোনোও কথা না শুনে গালাগালি শুরু করে। এমনকি গোডাউনে রাখা বস্তা নামানোর হুক দিয়ে আমার উপর আক্রমণ করে। আমার উপর আঘাত করলে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ি।”

তিনি জানান, যারা এদিন টাকা চাইতে এসেছিলেন তারা বর্ধমান ১ ব্লকের সভাপতির অনুগামী। টাকা দিতে অস্বীকার করায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। এই বিষয়ে জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ জানানো হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে ব্লক সভাপতি তথা বিডিএ- র চেয়ারম্যান কাকলি গুপ্ত তা জানান,”এই বিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখব।” যদিও ব্যবসায়ীদের কাছ থেকে চমকে কম্বল কেনার জন্য তোলাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

আরো পড়ুন