পাসপোর্ট করার জন্য জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ২

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পাসপোর্ট তৈরির জন্য বর্ধমানে ডিআইবি অফিসে জন্মের ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিল দুই ব্যক্তি। ভেরিফিকেশনের সময় জালিয়াতি ধরে ফেলে ডিআইবি-র দায়িত্বে থাকা অফিসার। কর্তব্যরত অফিসার ওই দুই ব্যক্তির ঠিকানা যাচাই করার পর জানতে পারেন তাদের বাড়ি মেমারি থানা এলাকায়। এরপর ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ জানালে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে মঙ্গলবার বর্ধমান আদালতে পাঠায়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিরা হল তাহিদুল মল্লিক, বাড়ি বসতেপোতা এলাকায় এবং আমিরুল ইসলাম মিদ্দা ওরফে টফি, বাড়ি গয়েশপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় ২৪ মার্চ ধৃত দুজন পাসপোর্ট তৈরির জন্য বর্ধমান ডিআইবি অফিসে ভুয়ো জন্ম সার্টিফিকেট নকল করে জমা দেয়। ডিআইবি অফিসের আধিকারিক মেমারি থানায় ২৭ মার্চ লিখিত অভিযোগ দায়ের করে। মেমারি থানার পুলিশ সোমবার সকালে তাদরে গ্রেপ্তার করে। ধৃতদের বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন