ফোকাস বেঙ্গল ডেস্ক,বারাসত: রীতিমত কারখানা খুলে নামী লুব্রিক্যান্ট কোম্পানির মোবিলের কৌটোর ছিপি নকল করে তৈরি করা হচ্ছিল। শুক্রবার দুপুরে সেই কারখানায় অভিযান চালালো উত্তর ২৪ পরগনা জেলার দুর্নীতি দমনের শাখার অফিসারেরা। বারাসাত থানার পুলিশের সঙ্গে যৌথভাবে ওই কারখানায় এদিন হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা।
গ্রেফতার করা হয় কারখানার মালিক শ্রীবাস হালদার সহ তিন জন কর্মী কে। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নামি কোম্পানির মোবিলের কৌটোর নকল ঢাকনা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার নকল মোবিলের কৌটোর ঢাকনা সহ একটি ডাইস ও প্রচুর পরিমাণে প্লাস্টিক দানা আটক করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
জানা গিয়েছে, এই প্লাস্টিক দানাগুলি দিয়েই তৈরি হতো নকল মোবিলের কৌটোর ঢাকনা। দীর্ঘদিন ধরেই এই কারখানা থেকে নকল ঢাকনা তৈরির কারবার চালাচ্ছিল কিছু অসাধু কারবারি। জানা গেছে, এই নকল মোবিলের কৌটোর ঢাকনা বা ছিপি পৌঁছে যেত এই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উড়িষ্যা ও ঝাড়খন্ড রাজ্যেও।
দত্তপুকুরের পর এবার বারাসতে নামী কোম্পানির নকল মোবিলের কৌটোর ছিপি তৈরির কারখানার সন্ধান মেলায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার নকল ছিপি সহ প্লাস্টিকের দানা। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই কারবারের সঙ্গে আরো কারা জড়িত আছে তার সন্ধান চালাবে পুলিশ।