বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতার বার্তা বর্ধমান ওয়েভ ও সুইচ অন ফাউন্ডেশনের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গতানুগতিক ছক ভাঙা কর্মসূচির বাইরে গিয়ে পরিবেশ দিবস পালন করল বর্ধমান ওয়েভ। ‘সুইচ অন ফাউন্ডেশনের’ সহযোগিতায় কার্জনগেটে একটি সচেতনতামূলক কর্মসূচি করা হয়। ৩ জুন ওয়েভের উদ্যোগে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি হয়। সেই র‍্যালিতে ৩৭০ সাইকেল আরোহী নিষিদ্ধ প্লাস্টিক, বোতল সংগ্রহ করে। সেই সব সামগ্রী দিয়ে বালুশিল্প খ্যাত ভাস্কর্য শিল্পী রঙ্গাজীব রায় তৈরি করেন মডেল। সেই মডেল কার্জনগেটে প্রদর্শিত করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধন করেন জেলাপরিষদ সহ সভাধিপতি দেবু টুডু, কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল, সমাজসেবী পল্লবী মাঝি। ছিলেন নাট্যশিল্পী শিবতোষ বোস,উদয় শংকর মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি কেশ, নৃত্যশিল্পী উদয়শংকর সেনগুপ্ত, তিথি ঘোষ,বাচিকশিল্পী উত্তম বন্দ্যোপাধ্যায়, সংগীত শিল্পী কৌশিক সরকার, সৃজা ব্যানার্জি। পরিবেশ সচেতনতার পাশাপাশি গাছ উপহার দেওয়া হয়। বর্ধমানের শিল্পীরা নিজেদের শিল্প-কলার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বার্তা প্রচার করেন। সমাজে সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে সামিল হওয়ার যে প্রয়াস বর্ধমান ওয়েভ নিয়েছে সেই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান সকলে।

আরো পড়ুন