পশ্চিমবঙ্গ

বাঁকুড়া মেডিক্যাল কলেজের ছাদের চাঙড় ভেঙ্গে আহত রোগী, আতঙ্ক

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। আর সেখানেই ভেঙে পড়লো ছাদের চাঙড়। ঘটনায় ফের গুরুতর জখম হয়ে অসুস্থ হয়ে পড়েছেন রোগী। মঙ্গলবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মেল মেডিসিন ওয়ার্ডে। যদিও ঘটনার দায় এড়িয়েছে হসপিটাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অভিযোগের আঙ্গুল PWD- এর দিকে। এদিকে এই ঘটনায় আতঙ্কে হাসপাতালে ভর্তি রোগী থেকে রোগীর পরিজনরা।

বিজ্ঞাপন

রোগীর পরিজনরা জানান, মঙ্গলবার রাতে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মেল মেডিসিন ওয়ার্ডে ভেঙ্গে পড়ে ছাদের চাঙড়। মেল মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা করানোর জন্য ভর্তি থাকা এক রোগী এই ঘটনায় আহত হয়। নষ্ট হয়ে যায় একটি বেড। ছাদের বেশ কিছুটা অংশ ভেঙ্গে পড়ে ঐ দিন। পরবর্তীতে সেখান থেকে সরানো হয়েছে অনান্য রোগীদের। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে রোগী থেকে রোগীর পরিজনরা। বাঁকুড়া মেডিকেল কলেজের সুপার সপ্তর্ষি চ্যাটার্জি জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার পাশাপাশি এই ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা নিচ্ছেন তারা।

বিজ্ঞাপন

Advertisement