ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পূর্ব বর্ধমান জেলার মেমারি রেল স্টেশনের পুরোনো টিকিট কাউন্টার সংলগ্ন পে এন্ড ইউজ পাবলিক টয়লেটের ভিতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করলো মেমারি থানার পুলিশ। মৃতের নাম রাজেশ থাপা, বয়স আনুমানিক ৪৭ বছর। মৃতের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এমএমসি থানার ফুলঝোর এলাকায়। গত একমাস যাবৎ রাজেশ থাপা ওই পাবলিক টয়লেটের কেয়ার টেকার ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা গেছে, সোমবার রাত ১০-৩০ নাগাদ স্থানীয় এক ব্যক্তি মেমারি রেল স্টেশনের পুরাতন টিকিট কাউন্টার সংলগ্ন পাবলিক টয়লেটের বারান্দায় তালা লাগানো গেটের ভিতরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পরে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে রেল স্টেশন মাস্টার কে ও মেমারি থানায় খবর দেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ, স্টেশন মাস্টার ও আরপিএফ। ঘটনাস্থলের সীমাক্ষেত্র আলোচনার পর মঙ্গলবার রাত প্রায় ২ টো নাগাদ মেমারি থানার পুলিশ গেটের তালা ভেঙে রক্তাক্ত দেহটি উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠালে, কর্ত্যবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সকালে দেহটি মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, মৃতের স্ত্রীকে ফোন করে খবর দেওয়া হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেমারি থানার পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে উচ্চ রক্তচাপ জনিত কারণে মস্তিষ্কে রক্ত ক্ষরনের ফলে মৃত্যু ঘটেছে রাজেশ থাপার। তবে মৃত্যুর আসল কারণ ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেমারিতে।