মন্তেশ্বরে গলাতুন গ্রামে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল স্কোয়াড, চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: মন্তেশ্বর ব্লকের দেনুর অঞ্চলের গলাতুন গ্রামে একটি খামার বাড়ির খড়ের পালুইয়ের পাশে পরিত্যক্ত জায়গা থেকে বোমা সন্দেহে কিছু বস্তু উদ্ধারের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়াল এলাকায় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ। এলাকায় নজরদারি শুরু করার পাশাপশি নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলাতুন গ্রামের ঘোষপাড়া এলাকায় ফাঁকা খামারবাড়িতে ওই বোমা জাতীয় বস্তুগুলোকে দেখতে পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে বোম্ব ডিসপোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়। পরে বিডিএস এর টিম ঘটনাস্থলে এসে ঘটনাস্থল থেকে বস্তু গুলোকে একটি জারে ভরে উদ্ধার করে নিয়ে যায়।

উপস্থিত ছিলেন কালনা মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ কুমার চৌধুরী সহ মন্তেশ্বর থানার পুলিশ। বোমা জাতীয় বস্তু গুলোকে উদ্ধারের পর সেগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা হয়। রাকেশ চৌধুরী জানিয়েছেন, ‘ প্রাথমিকভাবে বস্তুগুলোকে বোমা সন্দেহ করা হলেও, ডিসপোজাল এর সময় আধিকারিকরা কোনো বারুদ জাতীয় বস্তু পায়নি। সতর্কতা হিসেবে আমরা এলাকা ঘিরে রেখেছিলাম। তবে কিভাবে এই এলাকায় সন্দেহজনক এই বস্তুগুলো এলো তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরো পড়ুন