ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বই কিনতে কলকাতা যাওয়ার পথে শক্তিগড় স্টেশনে প্লাটফর্ম থেকে লাইনে পড়ে গিয়ে ট্রেনের চাকায় গুরুতর জখম হওয়ার পর মৃত্যু হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। মৃত ছাত্রের নাম পিয়াল পাল, বয়স ২২ বছর। তার বাড়ি বাঁকুড়া জেলার জয়পুরের কাটাগড়ে এলাকায়। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহপাঠীদের মধ্যে।

পিয়াল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র ছিল। মেধাবী ছাত্র হিসেবেই সবাই পিয়াল কে জানতো। সোমবার সকালে বই কিনতে কলকাতা যাওয়ার জন্য বর্ধমান স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠেছিল। শক্তিগড় স্টেশনে ট্রেন থামলে সে প্লাটফর্মে নেমে আবার ট্রেনে ওঠার সময় আচমকা পা পিছলে প্লাটফর্ম ও ট্রেনের মাঝে পরে যায়। চলন্ত ট্রেনের চাকায় ধাক্কা খেতে খেতে কিছুটা ছেঁচড়ে চলে যায় সে। ট্রেন বেরিয়ে যাওয়ার পর স্থানীয় যাত্রীরা জিআরপি থানায় খবর দিলে পুলিশ এসে পিয়াল কে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কর্তব্যরত চিকিৎসক কয়েকটি পরীক্ষা নিরীক্ষার করানোর পর কোলকাতা নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় পিয়ালের পরিবারের লোকজন। কিন্তু কিছুদূর যাওয়ার পরই গাড়িতেই পিয়ালের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এরপর কলকাতা না গিয়ে ফের বর্ধমান মেডিকেলে ফিরে আসা হয়। আজই ময়না তদন্তের জন্য দেহ মর্গে পাঠানো হয়েছে।