বর্ধমানে আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে আসার আগেই গ্রেপ্তার দম্পতি, উদ্ধার পাইপগান, গুলি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গোপন সূত্রের খবরের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ সোমবার ভোরে বর্ধমান-সিউড়ি রোডের বীরপুর মোড়ের কাছে এক মহিলা ও এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম মির বাদশা ওরফে বিকি ও সানিয়া বিবি। পুলিশ সূত্রে জানা গেছে বর্ধমান থানার খাগড়াগড়ে তাদের আদি বাড়ি। বর্তমানে তারা বীরভূমের বোলপুরের লায়েকবাজারে থাকে। ধৃতদের কাছ তল্লাশি চালিয়ে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানতে পেরেছে এর আগেও ধৃতরা বোলপুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি এনে খাগড়াগড় এলাকারই এক যুবককে সরবরাহ করেছে। যদিও পুলিশি অভিযানের সময় আরো এক দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। এবারও তারা আগ্নেয়াস্ত্র সরবরাহ করার জন্যই জড়ো হয়েছিল বলে দাবি পুলিশের।

এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে এবং অপর অভিযুক্তের হদিশ পেতে বাদশাকে ৭ দিন পুলিসি হেফাজোতের আবেদন জানায় আদালতে। বিচারক আসামি বাদশা কে ৪ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দশ দেন। ওপর আসামি সানিয়াকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী ১৪ নভেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরো পড়ুন