---Advertisement---

বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, ভোটের আগেই সিপিএম তৃণমূল সংঘাতে অশান্ত আউশগ্রাম

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাত পোহালেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই অশান্তি শুরু হয়ে গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে মোট তিনটি বুথ। ৭,৭এ ও ৮ নম্বর। এখানে কোন কেন্দ্রীয় বাহিনী নেই।

বিজ্ঞাপন

 

শুক্রবার বিকেলে বুথে ভোট কর্মীরা ঢোকার পরই তৃণমূল ও সিপিএমের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তি বাঁধে। লাঠিসোঁটা, ইট পাটকেল নিয়ে দু’পক্ষই একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। অনেক পরে ঘটনার খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও চরম আতঙ্কে আছেন তিনটি বুথের ভোট কর্মীরা।

See also  আউশগ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---