ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: রবিবার জামালপুর থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুঝহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক আঝাপুর গ্রামের শেখ মুজিবর রহমানের বাড়ি থেকে একটি বেআইনি ৭ এমএম দেশী পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছ। অভিযুক্ত শেখ মুজিবর রহমানকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

জামালপুর থানায় তাঁর বিরুদ্ধে আর্মস অ্যাক্টের অধীনে একটি শতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে আগামীকাল বর্ধমান আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে।