ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শীতের শুরুতেই ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার পাল্লারোড থেকে ইদিলপুরের দামোদর নদ বরাবর পরিযায়ী পাখিদের ব্যাপকহারে আনাগোনা শুরু হয়েছে। কিন্তু এরই মাঝে কিছু চোরা শিকারিদের নজর পড়েছে এই সমস্ত পাখিদের উপর। এমনকি স্থানীয় কিছু অসাধু লোকজন রাতের অন্ধকারে জোটবদ্ধ এই নিরীহ পাখিদের মেরে খেয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ উঠে আসছে স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকেই।
সোমবার বর্ধমানের একটি পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে দামোদর নদের বিভিন্ন এলাকায় পরিযায়ী পাখিরা কি অবস্থায় আছে তা দেখার জন্য পর্যবেক্ষণে গেলে সংস্থার সদস্যদের নজরে আসে বৈকুণ্ঠপুর -২ পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় নদের জলে বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনায় সংস্থার কর্মীরা প্রথমে বিচলিত হয়ে পড়েন। পরে তারা মৃত পাখিগুলোকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসেন। কি কারণে বা কিভাবে পাখিগুলো মারা গেছে তার কারণ অনুসন্ধানের জন্য তারা পাখিগুলোকে বনবপ্তরের হাতে ময়না তদন্তের জন্য তুলে দিয়েছেন সোমবার।
বন দপ্তরের আধিকারিক তরুণ ব্যানার্জী বলেন, ‘ এই ধরনের ঘটনা কোনোভাবেই পরিবেশের জন্য কাম্য নয়। আমরা মৃত পাখিগুলোর ময়না তদন্ত করাবো। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।’ অন্যদিকে পশুপ্রেমী সংস্থা বর্ধমান এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অর্ণব দাস বলেন, ‘ কি কারণে এবং কিভাবে এতগুলো পাখি একই জায়গায় আচমকা মারা গেলো তা নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। আমরা মৃত পাখিদের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত করার জন্য মৃত পাখিগুলো উদ্ধার করে ইতিমধ্যেই বন দপ্তরের হাতে তুলে দিয়েছি।’
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, সবে ভিন দেশের পাখিদের আসা শুরু হয়েছে। আর এরই মধ্যে একাধিক পরিযায়ী পাখির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। চোরা শিকারিদের কারণেই পাখি গুলির মৃত্যু হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রাই। তবে এরই মধ্যে অনেকে জানিয়েছেন, এই পখিগুলোর খাদ্যে বিষক্রিয়ার প্রভাব থাকতে পারে। মৃত পাখিগুলোর মধ্যে রয়েছে একটি রিভার ল্যাপ উইং বা নদী টিটি, ২ টি পন্ড হেরণ বা দেশীয় বক, ২ টি রুডি শেল ডাক বা চখাচখি। জানা গেছে, এই সমস্ত পরিযায়ী পাখিরা মূলত সুদূর মেরু প্রান্ত থেকে খাবারের খোঁজে বা প্রজননের কারণে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই সমস্ত এলাকায় আস্তানা তৈরি করে।
আরো জানা গেছে, জলাশয়ে থাকা শ্যাওলা, গেঁড়ি গুগলি, ছোট মাছ এগুলিই পরিযায়ী পাখিদের মূল খাবার। তাহলে ঠিক কি কারণে পাখি গুলির মৃত্যু হয়েছে সেই বিষয়ে স্পষ্ট কোনও ধারণা কেউই প্রাথমিক ভাবে পাচ্ছে না। আবার ভাইরাস ঘাটিত রোগের কারণেও পাখি মৃত্যুর ঘটনা ঘটত পারে বলে পশু প্রেমী সংস্থা থেকে বন দপ্তরের আধিকারিকরাও মনে করছেন।’ অন্যদিকে খাদ্য থেকে সংক্রমনের কারণে ধীরে ধীরে একের পর এক পাখির মৃত্যু ঘটছে বলে আপাতদৃষ্টিতে মনে হলেও পরিবেশবিদরা অন্য গল্প শোনাচ্ছেন। পরিবেশবিদদের মতে, ভাইরাসের কারণে বা অন্য কোনও রোগের কারণে পরিযায়ী পাখির মৃত্যু ঘটলে পাখিদের মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা দেখা যেত না। কিন্তু, এক্ষেত্রে ধীরে ধীরে পাখিদের স্থান পরিবর্তন করার প্রবণতা দেখা যাচ্ছে। এরফলে,পরিযায়ী পাখিরা ধীরে বড়শুল সংলগ্ন এলাকা ছেড়ে বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় এসে ভিড় জমাচ্ছে বলে দেখা যাচ্ছে।
পরিবেশবিদদের অনেকে জানিয়েছেন, পরিযায়ী পাখি মেরে মাংস খাবার চল রয়েছে বেশ কিছু এলাকায়। স্থানীয় মানুষেরা পাখি মারার জন্য খাবারে বিষ প্রয়োগ করার কারণে পাখি গুলির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন অনেকেই। স্থানীয় অনেকেই জানান, এই ঘটনা চলতে থাকলে পরিযায়ী পাখিরা এই এলাকায় বাসা বাঁধতে মুখ ফিরিয়ে নেবে। এরফলে, বস্তুতন্ত্রে বিশাল প্রভাব পড়বে। পরিযায়ী পাখির সংখ্যা কমবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।
পশুপ্রেমী সংস্থার পক্ষে অর্ণব দাস বলেন, ‘ বর্ধমান জেলার এই বড়শুল এলাকায় দামোদর তীরবর্তী এলাকায় মানুষদের একাংশের মধ্যে বন্যপ্রাণী শিকারের প্রবণতা রয়েছে। অতীতে এই ধরনের ঘটনা একাধিকবার আমাদের সামনে এসেছে। এই এলাকায় আমাদের সংস্থার পক্ষ থেকে বন দফতরের সহায়তায় প্রচার চালানো হয়েছে বারবার। এই চোরাশিকারিদের কারণেই পরিযায়ী পাখির সংখ্যা বিগত কয়েক বছরে কমে গিয়েছিল। ২০১৪ সালের আগে এই এলাকায় পরিযায়ী পাখির আনাগোনা ছিল খুবই নগণ্য। ২০১৬ সাল থেকে এলাকায় লাগাতার প্রচার চালানো হয়।
পরিযায়ী পাখি শিকার করে মাংস খাওয়ার ফলে কি কি রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে সেই বিষয়েও প্রচার চালানো হয়। তাছাড়া, শিকার করার ফলে পরিযায়ী পাখির সংখ্যা কমে গেলে পরিবেশে কি প্রভাব পড়বে সেই বিষয়েও জানানো হয় তাদের। এরপর থেকে এই প্রবণতা কিছুটা কমেছে। তবে সম্পূর্ণ বন্ধ করা যায় নি। তবে আগের তুলনায় মানুষ অনেক সচেতন হয়েছেন। স্থানীয় বাসিন্দারাই পাখি গুলির মৃত্যুর বিষয়ে খবর দিয়েছেন। মঙ্গলবার থেকে ফের এলাকায় লাগাতার সচেতনতামূলক প্রচার চালানো হবে।’