পশ্চিমবঙ্গ

দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রায়নায় বিক্ষোভ, পথ অবরোধ

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: নির্বাচনের দিন রায়নার শ্যামসুন্দরের মাঠ নুরপুর এলাকায় বোমাবাজির ঘটনায় দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে এলাকাবাসীদের বিক্ষোভ, পথ অবরোধে তুমুল উত্তেজনা তৈরী হয়। শামসুদ্দিন মন্ডল, লিয়াকত মন্ডল নামে দুই তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবী জানিয়ে রায়নাতে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসীরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের দিন মাঠ নুরপুর গ্রামে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটে। বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক জখম হয়। সেই ঘটনায় মূল অভিযোগ ওঠে তৃণমূলের এই দুই নেতার নামে। তারা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষিপ্ত এলাকাবাসী পথ অবরোধ শুরু করে রায়নায়। যদিও ভোটের পরেরদিন এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিশ।

বিক্ষোভকারীদের আশঙ্কা এই দুই তৃণমূল নেতার নেতৃত্বে আবার গ্রামে হামলা হতে পারে এলাকায়। তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এমনটাই অভিযোগ। বিক্ষোভের খবর পেয়ে ইতিমধ্যেই বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। অবরোধ উঠে গেছে। 

বিজ্ঞাপন

Advertisement