---Advertisement---

পূর্ব বর্ধমানে অকাল বৃষ্টিতে চাষের ক্ষতিপূরণের দাবিতে কৃষি ও কৃষক বাঁচাও কমিটির ডেপুটেশন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে ৭দফা দাবিতে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে মিছিল করে ডেপুটেশন দেওয়া হল। কৃষকরা দাবি করেন, সম্প্রতি অকাল বর্ষণে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অংশে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক হেক্টর জমি।

বিজ্ঞাপন

এই বর্ষণের ফলে জমির ধান, আলু, সবজি, সরষে সব জলের তলায় চলে গেছে। ফলে কৃষকরা আজ দিশাহারা। যে ঋণ নিয়ে চাষের খরচ জোগাড় করেছিল, ফসলের ক্ষতিতে তারা আজ সর্বস্বান্ত। ঋণে জর্জরিত কৃষক আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। ইতিমধ্যেই আমাদের জেলায় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের এক আলু চাষী আত্মহত্যা করেছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে আন্দোলনকারীদের দাবি।

এমনিতেই এবছর আমন ধানে শোষক পোকার আক্রমণে বহু ধান নষ্ট হয়ে গেছে। আবার ধান কেটেও জমি থেকে ধান তুলতে পারেনি অনেকেই। ফলে সেই ধান নষ্ট হয়ে গেছে। সদ্য বসানো আলু চরা নষ্ট হয়ে যাওয়ায় এই সুযোগে আলু বীজ নিয়ে চলছে ফটকাবাজি, কালোবাজারি। অনেক বেশি দরে বাজারে আলু বীজ বিক্রি হচ্ছে। ফলে সমস্ত দিক থেকে চাষির অবস্থা অত্যন্ত শোচনীয়।

এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের কাছেই আমাদের আবেদন, কৃষকদের বাঁচাতে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করুক এবং ঋণগ্রস্ত কৃষককে আত্মহত্যা করার হাত থেকে বাঁচানোর জন্য কৃষিঋণ মকুব করার কথা ঘোষণা করুক। এছাড়াও পূর্বস্থলীতে আত্মঘাতী কৃষক পরিবারকে ১০ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ ঘোষণা করুক। এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু, সামসুল আহম্মদ, কায়েম মল্লিক প্রমূখ নেতৃবৃন্দ।

See also  করোনা বিধি লঙ্ঘন করে বর্ধমানে যুব তৃণমূলের সভার অনুমতি কে দিলো, জেলাশাসকের কাছে যুব কংগ্রেসের অভিযোগ দায়ের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---