ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: ছট পুজোর আগে এলাকার মহিলাদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। বর্ধমান পৌরসভার ২৪নম্বর ওয়ার্ডের ইদিলপুর ফুটবল মাঠে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার প্রায় তিনশো মহিলাদের হাতে এই নতুন বস্ত্র তুলে দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ইদিলপুর এলাকার তৃণমূল কর্মী সুনীল চৌধুরীর উদ্যোগে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার বয়স্ক ব্যক্তিগণ।
খোকন দাস এদিন বলেন, ” ঈদ, দুর্গাপুজো, কালীপুজো উপলক্ষে ইতিমধ্যেই আমরা শহরের বিভিন্ন প্রান্তে মহিলা ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি। একদিন পরেই হিন্দিভাষী মা, ভাই, বোনদের সব থেকে বড় ও পবিত্র উৎসব ছট পুজোর আগে তাই ইদিলপুর এলাকার মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। আমাদের দলের কর্মী সুনীল চৌধুরী তথা অরুণের উদ্যোগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগেও ছট পুজোর সময় এই কর্মসূচি পালন করেছে এলাকার দলের কর্মীরা। আমরা সারাবছর বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছি। ” নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি এলাকার মহিলারা।