বর্ধমানে পুজোয় একাকী প্রবীণদের সুরক্ষায় জেলা পুলিশের উদ্যোগ, চালু করা হল ‘সম্মান’ প্রকল্প

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শনিবার বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে পুজোর আগে জেলার প্রবীণ নাগরিকদের জন্য ‘সম্মান’ প্রকল্পের সূচনা করা হল। জেলা পুলিশের পক্ষ থেকে প্রবীণদের পাশে থাকার বার্তা দিয়েই এই প্রকল্পের সূচনা করেন জেলার পুলিশ সুপার  কামনাশীস সেন। জানা গেছে এই প্রকল্পের উদ্দেশ্য অনেকেই পুজোর সময়ে বাড়িতে একা থাকেন। কারুর কোন সমস্যা হলে তারা সরাসরি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য একটি মোবাইল নম্বর দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে। এছাড়াও পুলিশের কাছে প্রবীন নাগরিক, যাঁরা বাড়িতে একা থাকেন তার যে তথ্য রয়েছে সেই নম্বর গুলিতে পুজোর সময়ে ২ দিন ফোন করে খবর নেওয়া হবে।

বিজ্ঞাপন

পুজোর প্রাক্কালে এই অনুষ্ঠানে এদিন প্রকাশ করা হয় পুজো গাইড ও রুট ম্যাপ। করোনার প্রকোপ কাটিয়ে এবারের পুজোয় প্রতিটি মন্ডপেই ভিড় হবে সেটা ধরেই ছোটদের জন্য দেওয়া হবে বিশেষ পুজো ব্যাচ। পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে পাঁচ বছর বা তার নিচে থাকা শিশুদের পুজো দেখতে বের হবার সময়ে তাদের কাছে এই ব্যাচ যেন রেখে দেওয়া হয়। এতে কোন বাচ্চা পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দ্রুত পুলিশ তার অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবে।

জেলার পুলিশ সুপার বলেন, ‘একটি বিশেষ অ্যাপ তৈরী করা হয়েছে। ভিড় এড়াতে বা অন্য সমস্যার জন্য যাঁরা বেরোতে পারবেন না, তাঁরা বাড়িতে বসেই ভার্চুয়াল প্রতিমা ও মন্ডপ দেখতে পারবেন। গুগুল প্লে-স্টোর থেকেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে। পাশাপাশি সম্মান প্রকল্পে পুলিশ পুজোর সময়ে জেলার সেই মানুষদের খোঁজ রাখবে যাঁরা একা থাকেন। এদিনের অনুষ্ঠানে বর্ধমান থানা এলাকার পুজো গুলিকে ৬০হাজার টাকার সরকারি চেক প্রদান করা হয়।

আরো পড়ুন