অজানা জ্বরে আক্রান্ত অনেকে, বর্ধমান পুরসভার উদ্যোগে রসিকপুরে ফিভার ক্লিনিক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ষা শুরু হতেই এলাকায় বসবাসকারী ছোট থেকে বড় প্রায় অনেকেই জ্বরে ভুগতে শুরু করেছেন। ইতিমধ্যেই প্রায় তিরিশ এর অধিক এলাকাবাসী বর্ধমান মেডিকেলে চিকিৎসা করিয়েছেন। তবে চিকিৎসায় সকলেই সুস্থ হচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কিন্তু বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় এই জ্বরের কারণে আতঙ্ক ছড়িয়েছে। দেরি না করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা বান্টির উদ্যোগে এলাকার কর্মীরা তড়িঘড়ি পুরসভার সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো সোমবার।

বিজ্ঞাপন

 

এলাকার তিনেরপল্লী প্রাথমিক বিদ্যালয়ে বর্ধমান পুরসভার জাতীয় পৌর স্বাস্থ্য মিশনের ( NUHM) অধীনে একটি ফিভার ক্লিনিকের আয়োজন করা হয়। সেখানে এলাকার প্রায় ৬০ জন শিশু, পুরুষ, মহিলার রক্তের নমুনা সংগ্রহ করে দেখা হয়। পৌর স্বাস্থ্য বিভাগের হেল্থ ম্যানেজার রাহুল মল্লিক জানান, এই এলাকায় দুজন বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ আছেন। তাছাড়াও অনেকেরই জ্বর হচ্ছে।  প্রাথমিক ভাবে এদিন কারুর রক্তে ডেঙ্গি বা ম্যালেরিয়ার সংক্রমণ পাওয়া যায়নি। আগামীকাল আরো কিছু রিপোর্ট হাতে আসবে, তারপর সঠিক ভাবে সবকিছু জানা যাবে।

তিনি জানিয়েছেন, পুরসভা থেকে নিয়মিত সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে। কেউ যেন নিজের বাড়ি বা তার আশপাশের কোনো জায়গায় জল জমতে দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর দিকে লক্ষ্য রাখতে হবে। শেখ আজহারউদ্দিন ওরফে বান্টি জানিয়েছেন, পুরসভার পাশাপাশি তারাও এলাকাগত ভাবে ড্রেন, মাঠ ঘাট থেকে এলাকার প্রতিটি বাড়ির বাইরে ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করছেন। কোথায় যাতে জল বেশি দিন জমে না থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে।

আরো পড়ুন