---Advertisement---

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থানাধিকারি বর্ধমানের কৃতিদের প্রতি মাসে আর্থিক সাহায্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান:  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বর্ধমান পুর এলাকার আটজন কৃতি ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষার জন্য অর্থ সাহায্য করবে বর্ধমান পুরসভা। আগামী দু বছর প্রতি মাসে ২০০০ টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। বর্ধমান শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আগামীদিনেও এই সাফল্য ধরে রাখতে এবং উৎসাহিত করতে পুরসভার এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বর্ধমান টাউন হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরসভার পক্ষ থেকে এই আট জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি, তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এরমধ্যে, মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রয়েছে ৭ জন পড়ুয়া। একজন পড়ুয়া উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রয়েছেন। উচ্চ মাধ্যমিকে স্থানাধিকারীকে এককালীন ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এদিন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারি সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান সদর উত্তর মাহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস,
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্যরা।

পুরসভার তরফে জানা গিয়েছে, মেধা তালিকায় স্থান করে নেওয়া এই আট জন ছাত্রছাত্রীকে পুরসভার পক্ষ থেকে প্রতিমাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। চলতি জুলাই মাস থেকেই পুরসভার পক্ষ থেকে এই সাহায্য দেওয়া চালু করা হয়েছে।   এই টাকা সরাসরি ছাত্র ছাত্রীদের ব্যাংক অকাউন্টে পৌঁছে যাবে। মাধ্যমিকের স্থানাধিকারীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া পর্যন্ত এই টাকা পাবেন।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন,” কৃতি পড়ুয়ারা রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করেছে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এই সমস্ত কৃতিদের উৎসাহিত করার জন্য বর্ধমান পুরসভার এই উদ্যোগ প্রশংসনীয়। আগামীদিনেও এই কৃতীরা জেলার নাম উজ্জ্বল করবে এটাই আশা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব সময় পড়ুয়াদের পাশেই আছেন। আর্থিক কারণে এই রাজ্যে কারুর যাতে উচ্চশিক্ষা ব্যাহত না হয় তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন।”

See also  বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দশকের বেশি সময় ধরে গ্রামে বিনামূল্যে চিকিৎসা শিবির আউশগ্রামে

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, “ইতিমধ্যেই জুলাই মাসের টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র সৌজন্যতা হিসেবে সম্বর্ধনা দেওয়াই নয়। যে সমস্ত পড়ুয়ারা বর্ধমানের মুখ উজ্জ্বল করেছে তাদের পাশে থাকার বার্তা দিতেই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” পুরসভার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন বর্ধমনবাসী।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---