বর্ধমান জেলায় প্রথম কচ্ছপের পাঁচটি বাচ্ছা উদ্ধার, উদ্ধার আরো চারটি ডিম

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: পোল্ট্রি ফার্মের পাশেই রয়েছে পুকুর। সেই পুকুরেই বাস কয়েকটি দেশি কচ্ছপের (Indian Softshell turtle )। ফার্মের মালিক জানতেই পারেননি কখন মা কচ্ছপ পুকুর থেকে উঠে এসে তার সুবিধামতো জায়গায় কবে ডিম পেড়ে গেছে। রবিবার সকালে হটাৎই  ফার্ম মালিক দেখতে পান, পুকুর পাড়ের দিকে ফার্মের এক জায়গায় ছোট ছোট কটা কচ্ছপের বাচ্ছা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখতে তিনি দেখেন, ডিম ফুটে পাঁচটি বাচ্ছা বেরিয়েছে। আরও চারটি ডিম তখনও ফোটেনি। এরপরই তিনি বন দপ্তরে ফোন করে বিষয়টি জানান। বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে পাচঁটি কচ্ছপের বাচ্চা সহ চারটি ডিম উদ্ধার করে নিয়ে আসেন বর্ধমান রমনা বাগান ফরেস্টে। ঘটনাটি ঘটেছে গলসি থানার রামপুর গ্রামে।

বিজ্ঞাপন

উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, কচ্ছপের ডিম এবং বাচ্ছা উদ্ধারের এই ঘটনা জেলায় প্রথম। তারা জানিয়েছেন, সম্ভবত পোল্ট্রি ফার্মের পাশেই পুকুর থাকায় মা কচ্ছপ জল থেকে উঠে এসে এখানে ডিম পেড়ে গিয়েছিল। সাধারণত মা কচ্ছপ ডিম পেড়ে ডিমগুলোকে বালি বা নরম মাটি চাপা দিয়ে চলে যায়। ডিম পাড়ার পর প্রায় ৪৫ থেকে ৭০ দিন সময় লাগে ডিম ফুটে বাচ্চা বের হতে। এখন পোল্ট্রি ফার্ম টির মেরামত চলছে। ফলে বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি হচ্ছে। আর এই কাজ চলার সময়ই কচ্ছপের বাচ্ছা গুলোকে দেখতে পাওয়া যায়।

বর্ধমান জেলা বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন,” এটা খুব ভাল খবর যে কচ্ছপের বাচ্ছা ও ডিম গুলোকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি আমরা। ওই পোল্ট্রি ফার্মের মালিক খুব ভাল কাজ করেছেন। হতে পারত কাজ করার সময় কিছু ডিম নষ্ট হয়ে যেত। কিন্তু তেমন কিছুই হয়নি। বরং ফরেস্টে নিয়ে আসার পর আরো তিনটি ডিম থেকে বাচ্ছা বের হয়েছে। মোট ৮টি কচ্ছপের বাচ্ছা কে আমরা খুব শীঘ্রই জলে ছেড়ে দেবো। এই ধরনের ঘটনা আমাদের জেলায় এর আগে ঘটেনি।”

আরো পড়ুন