ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: সদ্য ১১দিন আগে বাবা মারা গেছেন। এখনও পরলৌকিক কাজ শেষ হয়নি। এরই মাঝে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। প্রয়াত বাবার ইচ্ছা ছিলো মেয়ে পড়াশুনা করে ভালো রেজাল্ট করবে। বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে। তাই সদ্য বাবা কে হারিয়েও বাবার ইচ্ছা পূরণে শোক ভুলে পরীক্ষা কেন্দ্রে হাজির হচ্ছে প্রিয়া মাহাতো। স্কুল ড্রেস পরিহিত সহপাঠিনীদের সঙ্গে লালপাড় সাদা শাড়ি, কোমরে কম্বল আসন গুঁজে প্রিয়া পরীক্ষার দ্বিতীয় দিনেও হাজির হয়েছে পরীক্ষা কেন্দ্রে। এরকমই ছবি দেখা গেলো পূর্ব বর্ধমানের মেমারির বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ে।

প্রিয়া মাহাতো কোলেপাড়া কাঁঠালগাছি উচ্চ বিদ্যালয় ছাত্রী। কিছুদিন আগে কিডনির সমস্যাজনিত কারণে মৃত্যু হয়েছে তার বাবা রাজু মাহাতোর (৩৮)। এখনো মেটেনি বাবার পরলৌকিক কাজ। আর এরইমধ্যে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক শুরু হয়ে যায়। বাবার মৃত্যুর শোককে কিছুটা হলেও ভুলে বাবার স্বপ্ন পূরণ করার জন্যই পরীক্ষা দিতে আসা বলে জানিয়েছে প্রিয়া মাহাতো। পাশাপাশি সে আরো জানায়, ’পরীক্ষা না দিলে এক বছর নষ্ট হয়ে যেতো, সেটা আরো খারাপ হতো।’ প্রিয়ার মনোবলের প্রশংসা করেছে তার সহপাঠীরাও। পরীক্ষায় খুব ভালো ফল করবে প্রিয় এমনটাও আশা করছে তার বান্ধবীরা।