---Advertisement---

মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, গলসিতে অবৈধ বালি সিন্ডিকেটের দৌরাত্ম্য, চলছে দেদার বালি চুরি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, নদী থেকে বেআইনিভাবে বালি চুরি কিন্তু চলছে অবাধেই। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের দামোদর নদের বিস্তীর্ণ এলাকা জুড়ে সন্ধ্যার পর থেকে পরেরদিন ভোর পর্যন্ত নদী থেকে বালি চুরি করে শয়ে শয়ে ট্রাক্টর অনায়াসে বেরিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা সহ জেলা বিভিন্ন প্রান্তে। এই সমস্ত ট্রাক্টরের কাছে কোন চালানও থাকছে বলে অভিযোগ। এমনকি এই বেআইনি কারবারের সঙ্গে স্থানীয় শাসক দলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু লোকজন জড়িত রয়েছে বলে এলাকাবাসীদের একাংশ অভিযোগ করেছেন। এই চোরাই বালি সিন্ডিকেটের দাপটে কার্যত গলসি পুলিশ ও প্রশাসন একপ্রকার অসহায় অবস্থায় রয়েছে বলে স্থানীয় একাধিক গ্রামের মানুষ সন্দেহ প্রকাশ করেছেন!

বিজ্ঞাপন

 

নাম প্রকাশে অনিচ্ছুক তাদের অনেকেই দাবি করেছেন, ভুঁড়ি ও গোহগ্রাম এলাকায় নজরদারির জন্য গলসি থানার প্রচুর সিভিক ও ভিলেজ সিভিক রয়েছে। এরপরও নদী থেকে বালি চুরি আটকানো যাচ্ছে না বলেই অভিযোগ। যেখানে জেলা জুড়ে অবৈধ বালি ঘাট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে কিভাবে রাতের অন্ধকারে শ’য়ে শ’য়ে ট্রাক্টর বিনা চালানে নদী থেকে বালি চুরি করে পুলিশের নজরদারি এড়িয়ে পাচার হয়ে যাচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পুলিশ মাঝে মধ্যেই অভিযান চালিয়ে দু চারটি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক করছে। কিন্তু এরই ফাঁকে নাকি কয়েকশো ট্রাক্টর চোরাই বালি নিয়ে চলেও যাচ্ছে।

এই বালি চুরি চলছে মূলত দামোদর নদের গোহগ্রাম ও ভুঁড়ি পঞ্চায়েতের প্রায় ১০কিলোমিটার এলাকা জুড়ে। তারমধ্যে দাদপুর এলাকায় রয়েছে ২টি ঘাট, তাহেরপুরে দুটি, ডুমুর, শিকারপুর, সোন্দার ভাঙ্গাবাঁধ সহ গোহগ্রাম এলাকায় বোম ঘাট, সোজা ঘাট, টেনি যাদবের ঢাল ও আদর্শ সেন সিন্ডিকেটের ঘাট। অভিযোগ, প্রতিদিন শতাধিকের ওপর ট্রাক্টর নদী থেকে বালি চুরি করে বিক্রির উদ্দেশ্যে পাচার করে দিচ্ছে। প্রসঙ্গত, এই অবৈধ বালি চুরি বন্ধ করতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন থেকে পুলিশ কে কড়া হতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বেশ কিছুদিন অবৈধভাবে বালির কারবার বন্ধ থাকলেও, ফের নানান জায়গায় চোরাগোপ্তা শুরু হয়ে গেছে বালি চুরি। আর একারণেই স্থানীয় শাসক দলের একাংশের জড়িত থাকার সম্ভাবনার প্রসঙ্গ সামনে আনছেন এলাকাবাসীদেরই একাংশ।

See also  বর্ধমানের তেজগঞ্জে ৮৪ বছরের বৃদ্ধ কে খুন, তীব্র চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---