ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: বাঁকুড়ার জয়পুর ও কোতুলপুর থানা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া গরু চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেলো পুলিশের বিশেষ তদন্তকারী দল। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানা এলাকা থেকে এই চক্রের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই। এবার পুলিশের জালে ধরা পড়ল এই চক্রের মূল পান্ডা ও তার সহযোগী।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়াচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। কখনও শিলিগুড়ি, কখনও দিঘা স্থান বদল করে নিজেদের লুকিয়ে রেখেছিল তারা। অবশেষে নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে অভিযান চালায় পুলিশ।
তদন্তে জানা গেছে, চক্রটি সপ্তাহে ৩-৪ দিন রাতের বেলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গৃহস্থের বাড়িতে হানা দিত। তারা বাড়ির সামনে বাঁধা গরু চুরি করে ট্রাকে তুলে কলকাতার বাজারে বিক্রি করত। অভিযানে বাজেয়াপ্ত হয়েছে চুরির কাজে ব্যবহৃত আরও একটি ট্রাক। গোটা চক্রটির পর্দা ফাঁস হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং চুরির কাজে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।