---Advertisement---

শক্তিগড়ের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত প্যারা মেডিকেল ছাত্রীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: প্যারা মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাম এলাকায়। গতকাল রাতে বাম এলাকার ভাড়া বাড়ির রুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রশিক্ষণরত একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত মানসিক চাপ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের কুপ্রস্তাবের জেরেই ছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ পরিবারের।

বিজ্ঞাপন

ইতিমধ্যেই বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপশি পরিবারের অভিযোগের ভিত্তিতে এই রহস্য মৃত্যুর তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।

মৃতার বাবা শুভেন্দু বেরা অভিযোগ করেছেন, মেয়ে প্রায়ই তাঁদের বলতো, ‘ট্রেনিংয়ের চুক্তির বাইরে অতিরিক্ত ডিউটি করানো হতো তাকে। ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জ রত্নমানিক্য বাবু কুনজরে দেখতো। মাঝেমধ্যে কুপ্রস্তাবও দিয়েছেন তাকে।’ শুভেন্দু বাবুর আরো অভিযোগ, সন্ধ্যা বেলায় ঘরের ভিতর একটা মেয়ে গলায় ফাঁস দিচ্ছে কিন্তু ঘরের ভিতর থেকে বন্ধ না করেই। এর থেকে আমাদের সন্দেহ তৈরি হয়েছে যে মেয়েকে মেরে কেউ ঝুলিয়ে দিয়েছে কিনা সেটা পুলিশ তদন্ত করে দেখুক। এমনকি মেয়ের মোবাইল ফোন পরীক্ষা করে ওই সময় বা তার আগে কাদের সঙ্গে কথা বলেছে এবং বিভিন্ন মেসেজ পরীক্ষা করে দেখুক পুলিশ।

See also  সবাই ভাবছে বড়দের কথা, শিশুরা বন্দি জানালার ফ্রেমে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---